কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হাসপাতালের সাফাইকর্মীরা
top of page

কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হাসপাতালের সাফাইকর্মীরা

প্রাপ্য মজুরি না পাওয়ার প্রতিবাদ করে সমস্ত ওয়ার্ডের সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে শামিল হলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফাইকর্মীরা। শুক্রবার সকাল থেকেই মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের মেনগেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সাফাইকর্মীরা।


মজুরি বৃদ্ধির দাবি উঠলে কখনও ২ টাকা কখনও ৩ টাকা দিন প্রতি মজুরি বৃদ্ধি করছে ঠিকাদাররা

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ২৭৫ জন সাফাইকর্মী ২০০ টাকা রোজ হিসেবে কাজ করেন৷সাফাই কর্মীদের অভিযোগ, ঠিকাদার বেশ কয়েকবছর ধরে মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েও মজুরি বৃদ্ধি করেনি৷ মজুরি বৃদ্ধির দাবি উঠলে কখনও ২ টাকা কখনও ৩ টাকা দিন প্রতি মজুরি বৃদ্ধি করছে৷ এরই প্রতিবাদে এদিন মালদা মেডিকেলের (#MaldaMedicalCollege) সাফাইকর্মীরা কর্মবিরতিতে নেমেছেন৷


সাফাইকর্মী রবি মল্লিক জানান, তাঁদে প্রাপ্য মজুরি দৈনিক ৩৮৭ টাকা কিন্তু বর্তমানে তাঁরা রোজ ২০০ টাকা করে পাচ্ছেন। এই টাকায় তাঁদের সংসার চলছে না৷ সরকারের নির্ধারিত মজুরি তাঁরা চান৷ ঠিকাদার তাঁদের সঙ্গে বারবার আলোচনা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে৷ কিন্তু কোনও ফল হয়নি৷ সেই দাবিতে আজ তাঁরা কর্মবিরতিতে শামিল হয়েছেন৷ যতদিন পর্যন্ত তাঁদের দাবি মানা না হবে ততদিন তাঁরা এই কর্মবিরতি চালিয়ে যাবেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page