শুটিং করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু
টিকটকের নেশায় প্রাণ গেল এক যুবকের। টিকটক সোশ্যাল মিডিয়ায় আপলোড করার উদ্দেশ্যে ভিডিয়ো তৈরি করতে গিয়েছিল তিন বন্ধু। এই ঘটনায় মৃত যুবকের নাম করিম শেখ (১৮)। বাড়ি পুখুরিয়া থানার পীরগঞ্জে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যেয় নাগাদ বাড়ি থেকে সামান্য দূরে দুই বন্ধু আবদুল শেখ ও জাকির শেখের সঙ্গে সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিয়ো বানাচ্ছিলেন করিম। ভিডিয়ো তৈরি জন্য একটি বৈদ্যুতিক খুঁটির পাশে করিমের হাত-পা বেঁধে মুখের মধ্যে প্লাস্টিক গুঁজে দেওয়া হয়েছিল। এই কাজ করতে করতে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন করিম। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় আড়াইডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পীরগঞ্জে।
এদিকে, করিমের পরিবারের লোকজন থানায় অভিযোগ দায়ের করে। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুখুরিয়া থানার পুলিশ।
888 views