top of page

আগুনে ভস্মীভূত একাধিক বাড়ি, এল জেলাপরিষদের ত্রাণ

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া পরিবারের পাশে দাঁড়ালেন জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে তিনি চাল, ডাল, আলু সহ অন্যান্য খাদ্যদ্রব্য ও পোশাক তুলে দেন। পাশাপাশি জেলাপরিষদের পক্ষ থেকে ওই পরিবারগুলিকে বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন সভাধিপতি।


homes burned in flames in manikchak
মানিকচকের মথুরাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি

উল্লেখ্য, গতকাল বিকালে মানিকচকের মথুরাপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সর্বহারা হয়ে যায় বেশ কয়েকটি পরিবার। আজ ওই পরিবারগুলির পাশে দাঁড়ালেন সভাধিপতি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্য করেন গৌরবাবু।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page