হাতুড়ি দিয়ে শ্রমিক সংগঠনের সভাপতির মাথায় আঘাত
শ্রমিক সংগঠনের সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল (#Gazole) থানার রাঙাভিটা এলাকায়। গুরুতর আহত তৃণমূল নেতা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আহত শ্রমিক সংগঠনের সভাপতি অরবিন্দ ঘোষ (৪৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বেলায় সংগঠনের কাজের জন্য স্থানীয় হাটের একটি দোকানে বসে ছিলেন তিনি। সেই সময় হঠাৎই পেছনে থেকে একজন তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাতিমারী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনা প্রসঙ্গে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মানব ব্যানার্জি জানান, সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেই শিবিরের জন্য এদিন আলোচনা সভা ছিল। সেই জন্যই এদিন স্থানীয় হাটে এসেছিলেন তিনি। সেই সময়ই তাঁকে হাতুড়ি দিয়ে খুনের চেষ্টা করে এক দুষ্কৃতী।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
Comments