top of page

মহিলা সিভিক ভলান্টিয়ারদের শিশুদের জন্য দেওয়া হল স্বাস্থ‍্য কিট

মহিলা সিভিক ভলান্টিয়ারদের সদ্যোজাত শিশুদের দেওয়া হল শিশু স্বাস্থ্য কিট। সোমবার চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের উদ্যোগে মহিলা সিভিক কর্মীদের হাতে কিট তুলে দেওয়া হয়েছে।


করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন থেকেই সচেতন থাকতে বলা হচ্ছে অভিভাবকদের। এরই মধ্যে মহিলা সিভিক ভলান্টিয়ারদের হাতে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হল শিশু স্বাস্থ্য কিট। এই কিটে রয়েছে শিশুদের ব্যবহার যোগ্য সাবান, ক্রিম, পাউডার সহ তেল অন্যান্য যাবতীয় জিনিস।


চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, মহিলা সিভিক ভলান্টিয়াররা শিশুদের বাড়িতে রেখেই নিজেদের দায়িত্ব পালন করতে আসেন। তাঁদের শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।



মহিলা সিভিক কর্মী, সদ্যোজাতের মা টুম্পা দাস বলেন, চাঁচল থানার আইসির এই উদ্যোগে আমরা খুশি। আইসি সাহেব বরাবর আমাদের সাহায্য করে থাকেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page