বন্যা বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ দক্ষিণ মালদার সাংসদ
top of page

বন্যা বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ দক্ষিণ মালদার সাংসদ

জেলার বন্যা বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি (ডালু)৷

ডালুবাবু বলেন, বন্যা ও নদীভাঙন, প্রাকৃতিক বিপর্যয়ের জোড়া ফলায় প্রবল সংকটে মালদা জেলা৷ বিশেষত ভূতনির পরিস্থিতি খুবই খারাপ৷ সেখানে গঙ্গার পুরোনো বাঁধ ভেঙে গিয়েছে৷ নতুন বাঁধ তৈরির করার আর্থিক সামর্থ্য রাজ্য সরকারের নেই৷ তাঁরা চান, কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই কাজ করুক৷ সেই কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার আর্জি নিয়েই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন৷ পাশাপাশি কেন এমন ভয়াবহ বন্যা হল, তার কারণ খতিয়ে দেখার জন্যও প্রধানমন্ত্রীকে আবেদন জানাবেন তিনি৷


বন্যা বিপর্যয় মোকাবিলায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ দক্ষিণ মালদার সাংসদ

বন্যা বিপর্যয় মোকাবিলায় অসম ও গুজরাটকে কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ সাহায্য করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ভয়াবহ বন্যায় এক টাকাও বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার৷ এপ্রসঙ্গে ডালুবাবু বলেন, লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ও প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন৷ তখন তাঁদের জানানো হয়, বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্য পাওয়ার ক্ষেত্রে কতগুলি নিয়ম মানতে হয়৷ তাছাড়া বন্যা মোকাবিলায় গুজরাট ও অসম কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের আবেদন জানালেও পশ্চিমবঙ্গ সরকার তেমন কোনও আবেদন জানায়নি৷ তাই এই রাজ্যের জন্য কোনও সাহায্য বরাদ্দ করা হয়নি৷ সেকারণেই তিনি প্রধানমন্ত্রীর কাছে মালদার বন্যা বিপর্যয় মোকাবিলার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানাতে দিল্লি যাচ্ছেন৷ প্রয়োজনে সাংসদ তহবিলে সেই আর্থিক সাহায্য বরাদ্দ করা যেতে পারে৷ সেই বিষয়টিও তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


ছবিঃ মিসবাহুল হক

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page