top of page

পাচারের আগেই মদ সহ গ্রেফতার দুই যুবক

গোপনসূত্রে খবর পেয়ে বিহারে পাচারের আগে ৭০টি মদের বোতল সহ দুই যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। ধৃত দুই যুবকের নাম অজয় কুমার ও পারভেজ কুমার। ধৃত দুই যুবকের বাড়ি বিহারে।



গতকাল দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ খান্তা এলাকায় মোবাইল ডিউটিতে ছিল। সেই সময় দুই ডেলিভারি বয়কে সন্দেহজনকভাবে রাস্তা দিয়ে যেতে দেখে আটক করে পুলিশ। তল্লাশি চালাতেই মেলে ৭০টি বিলিতি মদের বোতল। গ্রেফতার করা হয় দুই যুবককে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, খান্তা এলাকার একটি ইটভাটার কাছে মোবাইল ডিউটিতে ছিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের একটি দল। সেই সময় দুই ডেলিভারি বয়কে আটক করে তল্লাশি চালাতেই ৭০টি বিলিতি মদের বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা। ধৃত দুই পাচারকারীর তুলসীহাটা থেকে মদের বোতলগুলি বিহারে পাচার করছিল।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page