প্লাস্টিকমুক্ত স্কুল গড়ে দেশের নজর কাড়লেন প্রধান শিক্ষক
top of page

প্লাস্টিকমুক্ত স্কুল গড়ে দেশের নজর কাড়লেন প্রধান শিক্ষক

প্লাস্টিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেশে নজর কাড়লেন শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস৷ আগামী ১ মার্চ দেশের আরও ৫৭ জন শিক্ষকের সঙ্গে তাঁকেও এই উদ্ভাবনের জন্য সম্মাননা প্রদান করবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী৷



তিন বছর আগে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন হরিস্বামীবাবু


পড়ুয়াদের জানিয়েছিলেন, তারা যদি বাড়িতে জমা থাকা সারা বছরের প্লাস্টিক সংগ্রহ করে স্কুলে জমা দেয়, তবে তার জন্য তাদের ফি কমিয়ে দেওয়া হবে৷ কাজ হয় হাতেনাতে৷ পড়ুয়াদের জমা দেওয়া প্লাস্টিক দিয়ে এখন স্কুলে নির্মাণ করা হচ্ছে৷ তৈরি হয়েছে গ্রিন হাউস৷ স্কুলের ছাদে হয়েছে রুফ গার্ডেন। হরিস্বামীবাবুর এই চিন্তাভাবনার তারিফ করেছে পুদুচেরির শ্রী অরবিন্দ সোসাইটি৷ প্রতি বছর এই সংস্থা দেশের শিক্ষকদের নানা চিন্তাভাবনা খতিয়ে দেখে শিক্ষক উদ্ভাবনা সম্মাননা দিয়ে থাকে৷ কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সহযোগিতায় এই সম্মাননা দেওয়া হয়৷ এবার দেশের ৫৮ জন শিক্ষককে সেই সম্মাননা দেওয়া হচ্ছে৷ আগামী ১ মার্চ দিল্লি আইআইটিতে সেই সম্মাননা প্রদান করা হবে৷



হরিস্বামীবাবু বলেন, তিন বছর আগে তিনি প্রথমে স্কুলকে প্লাস্টিকমুক্ত করার চেষ্টা করেন৷ তারপর স্কুলের আশেপাশের এলাকাকে প্লাস্টিকমুক্ত করতে শুরু হয় তাঁদের অভিযান৷ স্কুলের ফি কমানোর ঘোষণায় পড়ুয়ারাও বাড়ি থেকে প্লাস্টিক স্কুলে জমা দিতে শুরু করে৷ এভাবেই তাঁরা স্কুল সংলগ্ন এলাকা থেকে প্লাস্টিক সংগ্রহ করতে শুরু করেন৷ সেই প্লাস্টিক দিয়ে স্কুলে অনেক কাজ করা হয়৷ গত বছর পরিবেশ দিবসে তাঁরা প্লাস্টিক দিয়ে গ্রিন হাউস তৈরি করেন৷ সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভাইরাল হল৷এবার তিনি সেই উদ্ভাবন শ্রী অরবিন্দ সোসাইটির কাছে পাঠান৷ তারা তাঁর চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছে৷ এবার দেশের ৩ লক্ষ ৬২ হাজার শিক্ষক নিজেদের ১৬ লক্ষ উদ্ভাবনা শ্রী অরবিন্দ সোসাইটিতে পাঠিয়েছিলেন৷ তার মধ্যে ৫৮ জন শিক্ষকের উদ্ভাবনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে৷ তার মধ্যে রয়েছেন তিনিও৷ আগামী ১ মার্চ দিল্লি আইআইটিতে তাঁদের সম্মাননা প্রদান করবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী৷ এমন একটি সম্মাননা তালিকায় তাঁকে জায়গায় দেওয়ায় তিনি খুব খুশি৷ এই সম্মাননা তাঁকে আরও নতুন চিন্তাভাবনায় শক্তি জোগাবে৷তাঁর দায়িত্বও অনেক বেড়ে গেল৷

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page