top of page

চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ, পুলিশসুপারের দ্বারস্থ নির্যাতিতা

চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মামা শ্বশুরের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ফল না মেলায় ফের পুলিশসুপারের দ্বারস্থ হলেন নির্যাতিতা। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।


Harishchandrapur woman who filed rape case against father-in-law
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মামা শ্বশুরের বিরুদ্ধে। প্রতীকী ছবি

নির্যাতিতা বধূর অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মজিবুর রহমান তাঁকে ধর্ষণ করে। এরপরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে ও তাঁর স্বামীকে হত্যা করার হুমকি দিচ্ছে অভিযুক্ত। পুলিশে বিষয়টি জানানো হলেও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে আজ তাঁরা পুলিশসুপারের দ্বারস্থ হয়েছেন।


আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান, চাকরির সই বাকি আছে বলে বাড়িতে ডেকে ওই গৃহবধূকে ধর্ষণ করে তাঁর মামা শ্বশুর। ঘটনার পর থানায় অভিযোগ জানানোর পর তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় থানায় জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ পুলিশসুপারের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page