অভিযুক্ত তরুণকে হেপাজতে নিতে বাধা, রণক্ষেত্রের চেহারা নিল হরিশ্চন্দ্রপুর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 26
- 2 min read
বছর বিশের তরুণীকে শ্লীলতাহানি করছিল স্থানীয় এক তরুণ। তাকে ওই তরুণীর পিছু নিতে দেখে ফেলেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই ওই তরুণকে আটক করে খবর দেন পরিবারের লোকদের। খবর পেয়ে স্থানীয় থানায় সমস্ত ঘটনা জানান তরুণীর পরিবারের লোকজন।
এদিকে, ততক্ষণে এলাকার এক তৃণমূল নেতা ওই তরুণের বিচার করার জন্য গ্রামে সালিশি সভা বসিয়ে দিয়েছেন৷ ওই তরুণকে সভায় মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। অভিযোগ, পুলিশ অভিযুক্ত ওই তরুণকে নিজেদের হেপাজতে নিতে গেলে ওই তৃণমূল নেতার প্ররোচনায় গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি৷ হামলায় থানার আইসি সহ পাঁচজন আহত হন৷ পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার করেছে পুলিশ৷ সোমবার ঘটনাটি ঘটে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিহার সংলগ্ন একটি গ্রামে৷

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল দুপুরে বাড়ির গরু মাঠে বাঁধতে গিয়ে স্থানীয় এক তরুণের টিজিং-এর শিকার হন গ্রামের ওই তরুণী৷ গ্রামবাসীরা অভিযুক্ত তরুণকে ধরে ফেলার পর স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক জাতীয় সড়কের ধারে একটি গাছের তলায় সালিশি সভা বসিয়ে দেন৷ অথচ তরুণীর বাড়ির লোকজন এনিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছিলেন৷ সালিশি সভা চলাকালীনই পুলিশ গ্রামে এসে পৌঁছয়৷ পুলিশ অভিযুক্ত তরুণকে তাদের হেপাজতে দেওয়ার আবেদন জানায়। অভিযোগ, সেই সময় গ্রামের বিচার গ্রামেই হওয়ার কথা বলে জিয়াউল পুলিশের বিরুদ্ধে সবাইকে উসকে দেয়। নিমেষে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বাঁশ, লাঠি, ইট-পাথর হাতে পুলিশের উপর চড়াও হয় এলাকার মাতব্বররা৷ পুলিশ কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷
অভিযুক্ত তৃণমূল নেতা জানান, এসব মিথ্যে অভিযোগ। আমরা না থাকলে ঘটনা আরও অন্যরকম হত৷ এখানে কোনও বিচার বসেনি৷ তবে সবাই বিচার বসানোর উদ্যোগ নিয়েছিল৷ ছেলেটি ওই মেয়েটির বাড়িতেই ছিল৷ আমরা প্রাইমারি স্কুলে ছিলাম৷ আমি এই ঘটনায় কোনওভাবেই জড়িত নই৷
চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা জানান, ওই গ্রামে একটি ঘটনার ভিত্তিতে গ্রামবাসীরা অভিযুক্ত এক তরুণকে আটক করে। খবর পেয়ে পুলিশ ওই তরুণকে নিজেদের হেফাজতে নিতে যায়৷ তখনই এলাকার কিছু মানুষ পুলিশকর্মীদের আক্রমণ করে৷ হামলায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন৷ এই ঘটনায় আপাতত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের খোঁজ চলছে৷ ওই তরুণকেও গ্রেফতার করা হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments