top of page

পুলিশের তল্লাশিতে মিলল প্রচুর বেআইনি মদ

৩৭ হাজার টাকার দেশি ও বিলিতি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছে।



ধৃতের নাম রাধেশ্যাম মহলদার (৩৮)। বাড়ি তুলসিহাটার মস্তান মোড় এলাকায়। জানা গেছে, করোনা সংক্রমণ রুখতে কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দামে মদ বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি জানতে পেরে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ দেশি ও বিলিতি মদের বোতল। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page