top of page

প্রশাসনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুরে মিক্সড ডবলস ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মালদা জেলা পুলিশের উদ্যোগে ও হরিশ্চন্দ্রপুর থানার পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। হরিশ্চন্দ্রপুর থানা মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হরিশ্চন্দ্রপুর এলাকার ১৬টি টিম মিক্সড ডবলস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দুই দিন ধরে চলা নকআউট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সোমবার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হন অনুপকুমার দাস ও লক্ষ্মীনাথ কর্মকার। বিজয়ী প্রতিযোগীদের হাতে আর্থিক পুরস্কার, ট্রফি ও টি-শার্ট দিয়ে সম্মানিত করেন পুলিশ আধিকারিকরা। এই টুনামেন্টে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয়কুমার দাস ও এসডিপিও সজলকান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।



এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, এলাকায় সামাজিক যোগাযোগ রক্ষা ও খেলাধুলায় উৎসাহ প্রদান করার জন্য মালদা জেলা পুলিশ বিভিন্ন থানায় এরকম খেলাধুলার আয়োজন করে থাকে। এটা কমিউনিটি পুলিশিং-এর একটি অঙ্গ। ব্যাডমিন্টন (#Badminton) ছাড়াও ম্যারাথন, সাইকেল রেস, ভলিবল, ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে জেলা পুলিশ।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page