top of page

ট্রেনের স্টপেজের দাবিতে ধরনা, প্রধানমন্ত্রীর দ্বারস্থ কুমেদপুরবাসী

ট্রেনের স্টপেজের দাবিতে হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর স্টেশনে ধরনায় বসলেন এলাকার বাসিন্দারা। নিজেদের দাবি প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে পাঠালেন বিক্ষোভকারীরা।


করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই ধীরে ধীরে চলতে শুরু করেছে বিভিন্ন ট্রেন। তবে আগের স্টপেজ অনুযায়ী সমস্ত ট্রেন কুমেদপুরে স্টপেজ দিচ্ছে না। এনিয়ে প্রায় এক মাস আগে ধরনায় বসেছিলেন গ্রামবাসীরা। সেই সময় রেল কর্তৃপক্ষের তরফে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হলেও এখনও দাবি পূরণ হয়নি। অবশেষে আজ থেকে স্টেশন ম্যানেজারের ঘরের সামনে ফের ধরনায় বসলেন ওই এলাকার বাসিন্দারা। এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে গণস্বাক্ষর সংবলিত দাবিপত্র পাঠানো হল প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীকে।গ্রামবাসীদের বক্তব্য, কুমেদপুর জংশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। করোনা পরিস্থিতির আগে এই জংশনে সাতটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। এছাড়াও একাধিক প্যাসেঞ্জার ট্রেনেরও স্টপেজ ছিল। করোনা আবহে সমস্ত স্টপেজ তুলে নেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই জংশনের ওপর নির্ভরশীল। মালদা কিংবা শিলিগুড়ি যেতে একমাত্র ভরসা কুমেদপুর জংশন। কিন্তু বর্তমান সময়ে এই জংশনে কোনও স্টপেজ নেই। যতক্ষণ না প্রাপ্য ট্রেনগুলির স্টপেজ মিলবে ততক্ষণ ধরনা চলতে থাকবে।


[ আরও খবরঃ ট্রাক ওনার্সদের নতুন ভবন মহদীপুরে ]আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page