top of page

শ্বশুরবাড়ির দরজায় ধরনায় বসলেন বধূ

পণের দাবিতে গৃহবধূকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। এই ঘটনার পরেই বধূর মর্যাদা পেতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গোল গ্রামপঞ্চায়েতের কোলহা গ্রামে।


জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল ওই যুবতির। অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে শারীরিক ও মানসিক অত্যাচার করতে শুরু করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। দাবি না হওয়ায় বাড়ি থেকে বধূকে বের করে দেওয়া হয়।



গৃহবধূর বাবা জানান, তাঁর তিন মেয়ে। কোনোরকমে ছোটো মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। বিয়ের সমস্ত যৌতুক দেওয়ার পরেও এখন আরও দুই লক্ষ টাকা ও জমি দাবি করছে জামাই সহ পরিবারের লোকজন। দাবি পূরণ করতে না পারায় মেয়ের উপরে অত্যাচার করছে। মেয়েকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা এই ঘটনার বিচার চান।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page