top of page

হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮টি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত আটটি বাড়ি। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ওই পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের আবেদন করছেন স্থানীয় বাসিন্দারা।


আজ সকাল ৯টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের হোসেনপুর গ্রামে অগ্নিকাণ্ডে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, স্থানীয় ইলেকট্রিক পোলে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে পুড়ে ছাই আটটি বাড়ি।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,

ওই এলাকায় ইলেকট্রিক পোলগুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইলেকট্রিকের তার জট পাকিয়ে রয়েছে। সেই তারে শর্টসার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page