ভোর রাতে শিয়ালের আতর্কিত হানায় আহত ৪০
বৃহস্পতিবার ভোর রাতে শেয়ালের দলের হানার জেরে আহত প্রায় ৪০ জন গ্রামবাসী। একের পর এক শেয়ালের হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। ক্ষিপ্ত গ্রামবাসী দুই শেয়ালকে পাকরাও করে পিটিয়ে মেরে ফেলে।
হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরদম নগর গ্রামে বেশ কয়েকদিন ধরেই শেয়ালের উৎপাত শুরু হয়েছে। আজ ভোররাতে ১৫ থেকে ২০টি শিয়ালের দল এক সাথে গ্রামে হানা দেয়। সেই সময় গ্রামবাসীদের কেউ মর্নিং-ওয়াকে, কেউবা মন্দিরে যাওয়ার পথে আবার কেউ বাড়ি পরিষ্কার করার কাজে ব্যস্ত। হঠাৎ শেয়ালের আক্রমণে আহত হন প্রায় ৪০ জন গ্রামবাসী। এমনকি কয়েকজনকে মুখে করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করে শেয়ালের দল। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন গ্রামবাসী লাঠি নিয়ে শেয়ালের খোঁজে বেড়িয়ে পড়েন। জানা গিয়েছে, গ্রামবাসীর মারে মৃত্যু হয় দুই শেয়ালের। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির বাইরে বেরোতে রাজি হচ্ছেন না মহিলা ও শিশুরা। রাতে পাহারার সিদ্ধান্তও নিয়েছে গ্রামবাসীরা।
[ আরও খবরঃ হরিণ পুষছেন বিডিও, ভিড় বাড়ছে ব্লক অফিসে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments