জল সমস্যা নিয়ে বিক্ষোভে সামিল মহিলারা
top of page

জল সমস্যা নিয়ে বিক্ষোভে সামিল মহিলারা

পানীয় জলের সমস্যা নিয়ে মহিলাদের বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে মহিলাদের বোঝাতে এসে বিক্ষোভের মুখে শাসকদলের গ্রামপঞ্চায়েত সদস্য। অবশেষে মহিলাদের আশ্বাস দেন ঘেরাও মুক্ত হন ওই নেতা। বিক্ষোভ প্রত্যাহার করেন মহিলারাও। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সংগঠন মধ্যপাড়া গ্ৰামে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিএইচই দফতর থেকে যে জল সরবরাহ হয়, তা পর্যাপ্ত নয়। সরু সুতোর মতো জল পড়ে। বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনও ফল মেলেনি। পাশাপাশি এলাকার নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় ড্রেনের নোংরা জল জমে রাস্তায় চলে এসেছে। নোংরা জল দিয়েই এলাকাবাসীদের যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীর সেই অভিযোগেও হেলদোল ছিল না পঞ্চায়েতের। আজ ক্ষিপ্ত হয়ে এলাকার মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শাসকদলের হরিশ্চন্দ্রপুর গ্ৰামপঞ্চায়েত সদস্য বাবন মল্লিক। তাঁকে ঘিরে চলতে থাকে মহিলাদের বিক্ষোভ। পরে ওই পঞ্চায়েত সদস্যের আশ্বাসে বিক্ষোভ-অবরোধ তুলে নেন মহিলারা।



পঞ্চায়েত সদস্যের বক্তব্য, একাধিক জায়গায় পাইপ লাইনে ফাটল দেখা দিয়েছে। সেই কারণে জলের গতি কমে গিয়েছে। এই সমস্যা মিটে যাবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page