top of page

বিয়ের ১০ দিনের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

বিয়ের ১০ দিনের মধ্যে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত যুবকের নাম অজয় মণ্ডল (২২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোনার গ্রামে৷ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকারই এক যুবতির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় তাঁর। ১০ দিন আগেই সেই যুবতির সঙ্গে বিয়ে হয়েছিল অজয়ের। বিয়ের তিনদিন পর বিহারে কাজে গিয়েছিলেন তিনি। সেখান তিনদিনে কাজ সেরে বাড়ি ফিরে আসেন তিনি। গত রবিবার সকালে বাড়ি থেকে বেরোন অজয়। এরপর থেকে আর তাঁর খোজ পাওয়া যায়নি। অবশেষে আজ একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।


অজয়ের স্ত্রী মাধবী দাস জানান, বিয়ের পর থেকে আনন্দেই ছিলাম৷ স্বামী বিহারে কাজে গিয়েছিল। তিনদিনের মধ্যেই সেখান থেকে ফিরে আসে। রবিবার থেকে স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ঝামেলা হয়নি৷ কেন স্বামী এই কাজ করল বুঝতে পারছি না৷


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের তরফে এখনও অভিযোগ দায়ের করা হয়নি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page