top of page

বেসরকারি অর্থলগ্নি সংস্থার খপ্পরে পড়ে আত্মহত্যা

আর্থিক অনটনে চাষের জমি বিক্রি করে বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখেছিলেন এক বৃদ্ধ। সুদ পাওয়া দূরের কথা মূলধনও ফেরত পাচ্ছিলেন না তিনি। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আজ সকালে ওই বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে মালদা থানার পুলিশ।


Old Man suicide in Malda
সুদ পাওয়া দূরের কথা মূলধনও ফেরত পাচ্ছিলেন না বৃদ্ধ

মৃত বৃদ্ধের নাম রঘুনাথবাবু। বাড়ি পুরাতন মালদার নারায়ণপুরের ইসলামপুরে। আজ সকালে রঘুনাথবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন রঘুনাথবাবু। জানা গেছে, আর্থিক অনটনে চাষের জমি বিক্রি করে বেসরকারি অর্থলগ্নি সংস্থায় ২ লক্ষ টাকা রেখেছিলেন তিনি। সুদ পাওয়া দূরের কথা মূলধনের এক টাকাও ফেরত পাননি তিনি। আর্থিক অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রঘুনাথবাবু।


প্রতীকী ছবি।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page