বেসরকারি অর্থলগ্নি সংস্থার খপ্পরে পড়ে আত্মহত্যা
আর্থিক অনটনে চাষের জমি বিক্রি করে বেসরকারি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখেছিলেন এক বৃদ্ধ। সুদ পাওয়া দূরের কথা মূলধনও ফেরত পাচ্ছিলেন না তিনি। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। আজ সকালে ওই বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে মালদা থানার পুলিশ।
মৃত বৃদ্ধের নাম রঘুনাথবাবু। বাড়ি পুরাতন মালদার নারায়ণপুরের ইসলামপুরে। আজ সকালে রঘুনাথবাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন রঘুনাথবাবু। জানা গেছে, আর্থিক অনটনে চাষের জমি বিক্রি করে বেসরকারি অর্থলগ্নি সংস্থায় ২ লক্ষ টাকা রেখেছিলেন তিনি। সুদ পাওয়া দূরের কথা মূলধনের এক টাকাও ফেরত পাননি তিনি। আর্থিক অভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রঘুনাথবাবু।
প্রতীকী ছবি।
Comments