আমবাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
আম বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খুন না আত্মহত্যা তা নিয়ে ধ্বন্দ্বে রয়েছে পরিবারের লোকজন।
মৃত যুবকের নাম সুদর্শন সরকার (২২)। বাড়ি ইংরেজবাজারের কোতওয়ালি গ্রাম পঞ্চায়েতের মিহির দাস কলোনি এলাকায়। জানা গিয়েছে, আজ সকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে আম বাগানে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments