পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য পুরাতন মালদায়
পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
মৃত শ্রমিকের নাম সনাতন মণ্ডল (২৪)। বাড়ি পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সনাতন বাইরে টাইলসের কাজ করত৷ গোয়া থেকে মাস তিনেক আগে ফিরেছিল৷ আগামীকাল ফের সনাতনের গোয়া ফিরে যাওয়ার কথা ছিল৷ আজ সকালে বাড়ি থেকে সামান্য দূরে সনাতনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
সনাতনের মা তারাদেবী জানান, কাকার বাড়ি যাওয়ার কথা বলে গতকাল বিকেলে জামাকাপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সনাতন৷ ভেবেছিলাম, সকাল হলে কিংবা বিকেলে বাড়ি ফিরে আসবে৷ কিন্তু সকালে স্থানীয় একজন খবর দেয়, আমবাগানে ছেলের দেহ ঝুলছে৷ ওর সঙ্গে বাড়ির কারও কোনও ঝগড়া ঝামেলা হয়নি৷ কেন ছেলে এমন ঘটনা ঘটাল বা বুঝতে পারছি না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios