top of page

নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বামনগোলায়

শোওয়ার ঘর থেকে এক নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বামনগোলা থানার নারায়ণপুর এলাকায়।


মৃত ছাত্রীর নাম অর্পিতা মণ্ডল (১৪)। অর্পিতা স্থানীয় গাঙ্গঘরিয়া মিশন স্কুলের নবম শ্রেণীতে পাঠরত ছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে অর্পিতা। রাতেই পরিবারের লোকজন শোওয়ার ঘরে অর্পিতার ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা অর্পিতাকে মৃত বলে ঘোষণা করেন। আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।



মৃত স্কুল ছাত্রীর বাবা অসীম মণ্ডল জানান, কী কারণে তাঁর মেয়ে আত্মহত্যার পথ বেছে নিল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page