ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
সাত সকালে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য পুরাতন মালদায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
মৃত ব্যক্তির নাম বিজয় দাস (৩৫)। বাড়ি পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায়। বিজয়বাবু মিষ্টির দোকানে কাজ করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বিজয়বাবুর স্ত্রী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে বিজয়বাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় কাউন্সিলর ও মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়।
এদিকে, মৃত্যুর কারণ নিয়ে পুলিশের পাশাপাশি ধন্দে রয়েছে পরিবারের লোকজনও। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিজয়বাবুর কোনোরকম ঝামেলা ছিল না। এলাকায় অত্যন্ত ভদ্র মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তা অনুমান করতে পারছেন না কেউই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments