দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী হলেন স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিষনপুর জয়নগরের এলাকায়। আত্মঘাতী দম্পতি হলেন আকালু দাস ও বিজলী দাস।
বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই দম্পতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ লেগেছিল। সেই বিবাদের জেরেই এই ঘটনা বলে স্থানীয়দের অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ। এই ঘটনায় দুটি মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
Comentários