নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী আটক
নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল চাঁচলে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃত গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম পঞ্চমী দেবী (১৯)। বাড়ি বিহারের পূর্নিয়া জেলার বাইসি থানার দারবাইগঞ্জে। জানা গিয়েছে, তিন মাস আগে চাঁচল থানার মহানন্দপুরের প্রকাশ ঠাকুরের সঙ্গে বিয়ে হয় পঞ্চমীর। অভিযোগ, বিয়ের পর থেকে পনের জন্য শ্বশুরবাড়ির লোকজন পঞ্চমীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাত। আজ সকালে পঞ্চমীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
[ আরও খবরঃ মালদায় কমছে সংক্রমণের হার, স্বস্তি ]
মৃত নববধূর মা অঞ্জলি দেবী জানান, আজ সকালে তাঁরা মেয়ের মৃত্যুর খবর পান। তাঁর মেয়ে আত্মঘাতী হয়নি। খুন করে বাথরুমে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি দোষীদের শাস্তি চান। চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃত গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires