top of page

মালদা শিল্পকেন্দ্রে হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা

মালদা জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হল বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা, এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক তথা মালদা জেলার বিশিষ্ট ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হস্তশিল্পী মঞ্জু শর্মা সহ বিশিষ্টজনেরা।



আগামী ৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত মালদা জেলা শিল্পকেন্দ্রে চলবে এই প্রদর্শনী। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা পাট, বেত, কাঠ, পাটকাঠি, সহ বিভিন্ন জিনিস দিয়ে তাঁদের হস্তশিল্পের পসরা সাজিয়ে বসেছেন। হস্তশিল্পীদের উৎসাহ বাড়াতে এবং তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাই এই মেলার আয়োজন করা হয় বলে জানান আধিকারিকরা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page