top of page

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল হবিবপুরে। গতকাল দুপুরে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হবিবপুরে।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে দুই মেয়েকে নিয়ে থাকতেন ওই গৃহবধূ। স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়েছেন। গত মঙ্গলবার রাতে বাড়ির বাইরে উঠোনে ঘুমিয়ে পড়েছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময় কেউ বা কারা ওই মহিলাকে বাড়ি থেকে তুলে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। ওই গৃহবধূর মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বাড়ির উঠোন থেকে রক্তের দাগের পিছু নিয়ে পুকুর পাড়ে ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। গতকাল দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।


হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ সম্পর্কে বলা সম্ভব হবে। আপাতত একটি মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page