top of page

রাত পোহালে ভোট, প্রস্তুত হবিবপুর

Updated: Sep 18, 2020

আগামীকাল ১৯ মে শেষ দফার লোকসভা নির্বাচনের সঙ্গে মালদা জেলায় হবিবপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।



এবারের উপনির্বাচনে লড়াই অমল কিস্কু বনাম জুয়েল মুর্মু হতে চলেছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৭১ জন। তার মধ্যে ১লক্ষ ২১ হাজার ৪৫৯ জন পুরুষ ভোটার ও ১ লক্ষ ১৮ হাজার ৬০৫ জন মহিলা ভোটার। ওই বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ২৪৭ টি।এছাড়াও ৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।


হবিবপুরের বিদায়ী বিধায়ক খগেন মুর্মু পদত্যাগ করে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই উপনির্বাচন। এই উপনির্বাচনকে কেন্দ্র করে মালদা জিলা স্কুলে ডিসিআরসি করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী খগেন মুর্মু মাত্র ২৫১২ ভোটের ব্যাবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমল কিস্কুকে পরাজিত করেছিলেন। কিন্তু এবারের উপনির্বাচনে লড়াই অমল কিস্কু বনাম জুয়েল মুর্মু হতে চলেছে বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page