বুঝে গেছে জনতা, বিদায় নেবে মমতা: দিলীপ
top of page

বুঝে গেছে জনতা, বিদায় নেবে মমতা: দিলীপ

নির্বাচন কমিশনার একদিন আগেই প্রচার বন্ধ করে দিল পশ্চিমবঙ্গে। এটা রাজ্য সরকারকে অসম্মান করা হল। এরা কত বড়ো অযোগ্য, মানুষের সুরক্ষা দিতে পারে না। সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সুরক্ষা দিতে পারে না। সারা ভারতবর্ষে কোথাও কোনও হিংসা নেই। কিন্তু এখানে দুইজন মারা গেছে, আমাদের ৮ জন প্রার্থীর উপর আক্রমণ করা হয়েছে। আমার গাড়ি ভাঙা হয়েছে একাধিকবার। তাই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে প্রচার বন্ধের নির্দেশ দিতে। নির্বাচন কমিশন বুঝতে পেরেছে এরপর হয়তো আবার কোথাও প্রাণহানি হবে। মমতা ব্যানার্জি রাস্তায় নেমে মানুষকে খেপিয়ে দিচ্ছেন। বিনা অনুমতিতে তিনি কলকাতায় মিছিল করছেন। পুলিশের মাইক ব্যবহার করে ঘোষণা করছেন কাল আইন অমান্য হবে। তিনি আইনের উর্ধ্বে নাকি? এর সম্পূর্ণ দায় মমতা ব্যানার্জির। যদি তাঁর সামান্যতম লাজলজ্জা থাকে, তাহলে ওনার পদত্যাগ করা উচিত। মালদায় হবিবপুর উপনির্বাচনে প্রার্থী জুয়েল মুর্মুর সমর্থনে সভা করতে এসে মমতা ব্যানার্জিকে এভাবেই আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।



সাধারণ মানুষের মুখে মুখে ‘জয় শ্রীরাম’ শুনে মমতার সরকার ভয় পেয়ে গেছেঃ দিলীপ

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মুখে মুখে ‘জয় শ্রীরাম’ শুনে মমতার সরকার ভয় পেয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বকছেন। এই রাজ্যে সরকারি চাকরির পরীক্ষা হয় না, পরীক্ষা হলে রেজাল্ট বেরোয় না, চাকরি হলে বেতন হয় না। লোকসভা নির্বাচনে মালদার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হচ্ছেন। ২৩ মে শুধু তাতে মোহর পড়া বাকি আছে। তাঁর আশা, হবিবপুর বিধানসভার উপনির্বাচনে হবিবপুরের বাসিন্দারা আবার বিজেপির প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন।


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page