প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের
স্কুলে পড়াশোনা না হওয়ায় প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে মালদা শহরের ইংরেজি মডেল মাদ্রাসায়। খবর লেখা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অভিভাবকরা। স্কুলে পঠনপাঠন ঠিকমতো না হওয়ার বিষয়টি মেনে নিয়েছেন প্রধান শিক্ষকও। শিক্ষকদের বেতন না হওয়ায় এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অভিভাবকদের অভিযোগ, প্রায় দশ মাস ধরে স্কুলে পঠন-পাঠন ঠিকমতো হচ্ছে না। বিষয়টি বহুবার স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়ে আজ অভিভাবকরা প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। তবে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন অভিভাবকরা।
স্কুলের প্রধান শিক্ষক আফরোজ্জামান হক জানান,
স্কুলের ১২ জন অস্থায়ী শিক্ষক গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না। সেই কারণে তাঁদের নানা কর্মসূচি চলছে। এরফলেই স্কুলের পঠনপাঠনে প্রভাব পড়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। আগামী দিনেও আমরা প্রশাসনের সঙ্গে বৈঠক করব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments