অষ্টমঙ্গলা করতে গিয়ে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার জামাই
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 6
- 1 min read
বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে গিয়েছিলেন জামাই। জামাই খাতিরে আয়োজন করা হয়েছিল দেখার মতো। কিন্তু তার আগেই নতুন জামাইকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেল পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে পুরাতন মালদায়। পুলিশের দাবি, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নতুন জামাইকে।
পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই যুবক। ওই এলাকাতেই মোবাইল ফোন মেরামতের দোকান রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর বিয়ে ঠিক হয়েছিল পুরাতন মালদা পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের এক তরুণীর সঙ্গে। গত রবিবার সামাজিক মতে বিয়ে হয় তাঁদের। বউভাতের পর বুধবার সকালে শ্বশুরবাড়িতে অষ্টমঙ্গলা করতে এসেছিলেন নতুন জামাই। তারপরেই এই ঘটনা।
গোটা ঘটনা চাউর হতেই জানা যায়, নতুন জামাই ধর্ষণের মামলার আসামী৷ পুলিশের নজর এড়াতে বেশ কয়েকদিন লুকিয়ে ছিলেন তিনি৷ বিয়ের দিনই বাড়ি ফিরেছিলেন৷ স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগের কথা জানতে পেরে, স্বামীর সঙ্গে আর সংসার করতে রাজি নন নতুন বধূ। পরিবারের লোকজনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ওই যুবতীকে বোঝাচ্ছেন, কারও বিরুদ্ধে অভিযোগ ওঠা মানেই তিনি দোষী নন। তারজন্য আদালত রয়েছে।

মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকারই এক মহিলা মালদা থানায় ওই এলাকার এক তরুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন৷ তারপর থেকে অভিযুক্ত তরুণের খোঁজ চালাচ্ছিল পুলিশ৷ কিন্তু পলাতক থাকায় অভিযুক্তের সন্ধান পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত বুধবার সকালে পুরাতন মালদা পুরসভা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করে আজই তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷
আদালতে যাওয়ার পথে ধৃত জামাই জানান, আমি ষড়যন্ত্রের শিকার৷ এলাকার এক মহিলা আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন৷ কিন্তু এর আগে তাঁর তিনটি বিয়ে হয়েছে৷ সেই বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments