৩০৯.৩ মিলিমিটার বৃষ্টিতে নাকাল মালদা শহর
ঘূর্ণিঝড় ইয়শের প্রভাবে বানভাসি মালদা শহর৷ নিকাশি ব্যবস্থার অভাবে আজও শহরের বেশিরভাগ এলাকা জলের নীচে৷ জমা জল দ্রুত নিষ্কাশনের দাবিতে আজ শহরের ঘোড়াপীর এলাকায় মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নামেন জেলাশাসক রাজশ্রী মিত্র৷ তাঁর উপস্থিতিতে গোদরাইলে মাফিয়াদের হাতে বুজে যাওয়া শহরের নিকাশি নালাটি বাধামুক্ত করা হয়৷

মালদা শহরের জমা জল ঘোড়াপীর এলাকার নিকাশি নালা দিয়ে বেরিয়ে যেত৷ সম্প্রতি মালদা-মানিকচক রাজ্য সড়কের উপর কালভার্টটি নতুন করে তৈরি হচ্ছে৷ নির্মাণ কাজের জন্য কালভার্ট বন্ধ করে ছোটো পাইপ বসানো হয়েছে। এতেই বেড়েছে সমস্যা। জমে রয়েছে জল। সেই কালভার্টের জায়গা কেটে দেওয়ার দাবি জানিয়ে আজ সকালে পথ অবরোধ করে স্থানীয় মানুষ৷ পরে পুলিশ গিয়ে স্থানীয় মানুষদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
[ আরও খবরঃ বৃষ্টিতে জলে ভেসে গেল ধান, কোটি টাকার ক্ষতি ]
এদিকে, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু জানিয়েছেন, গতকালের বৃষ্টিতে রথবাড়ি বাজারের ব্যবসায়ীদের অন্তত ২৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে৷ প্রশাসনকে সব জানানো হয়েছে৷ দ্রুত জমা জল বের করার কাজ শুরু হয়েছে৷ তবে শহরের নিকাশি ব্যবস্থা ঠিক করা না গেলে বারবার ব্যবসায়ীদের এমন ক্ষতির মুখোমুখি হতে হবে৷
এদিকে ইংরেজবাজার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিদায়ি কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, গতকাল মালদায় ৩০৯.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ জমি মাফিয়াদের দাপটে শহরের নিকাশি ব্যবস্থা পুরোপুরি নষ্ট৷ ফলে প্রবল বৃষ্টিতে গোটা শহর জলের তলায় চলে গিয়েছে৷ আমরা বহুবার মাফিয়াদের দাপট নিয়ে সরব হয়েছি৷ কিন্তু কোনও কাজ হয়নি৷ এমন চলতে থাকলে ভবিষ্যতে এই ছবি বারবার দেখতে পাওয়া যাবে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন