১০০ দিনের কাজের টাকা অ্যাকাউন্টে, স্বীকার প্রধানের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 29, 2019
- 1 min read
Updated: Aug 17, 2020
১০০ দিনের প্রকল্পের টাকা ঢুকছে গ্রাম পঞ্চায়েত প্রধানের ব্যাংক অ্যাকাউন্টে, এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন খোদ প্রধান। তবে, যান্ত্রিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে বলে দাবি পঞ্চায়েত প্রধানের।

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান শুভলক্ষ্মী গায়েনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মুচিয়া অঞ্চলের ১০ নম্বর সংসদের কংগ্রেসি সদস্য চিত্তরঞ্জন মৃধা বলেন, এলাকার বহু গরিব মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছে না৷ অথচ পঞ্চায়েত প্রধান নিজের সহ তাঁর স্বামী ও নিকট আত্মীয়দের জবকার্ড অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকিয়ে নিচ্ছেন। অভিযোগ প্রসঙ্গে প্রধান শুভলক্ষ্মী গায়েন বলেন, ব্যাংকের পাশবই আপডেট করিয়ে দেখা যায় অ্যাকাউন্টে ১০০ দিনের কাজ প্রকল্পের ১৫০ টাকা ঢুকেছে৷ সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব ঘটনা জানিয়ে, দেড়শো টাকা ফেরত দেওয়া হয়েছে। যান্ত্রিক গোলযোগে এই ঘটনা ঘটেছে এমনটাই অনুমান করছেন তিনি।
প্রতীকী ছবি।
Comments