top of page

পিস্তল-ছুরি নিয়ে গোডাউনে ডাকাতি, চাঞ্চল্য ইংরেজবাজারে

ইংরেজবাজারের নরহাট্টা গ্রামপঞ্চায়েত এলাকার একটি গোডাউনে দুঃসাহসিক ডাকাতি। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি করেছেন গোডাউনের মালিক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


গতকাল রাতে নরহাট্টা গ্রামপঞ্চায়েতের সাতঘরিয়া এলাকায় একটি গোডাউন দুঃসাহসিক ডাকাতির অভিযোগ উঠেছে। ওই গোডাউনের নৈশপ্রহরী দাবি করেছেন, গতকাল রাত তিনটে নাগাদ প্রথমে দু’জন দুষ্কৃতী গোডাউনে ঢোকে। তারা পিস্তল ও ছুরি দেখিয়ে মুখ ঢেকে তাঁকে বেঁধে দেয়। এরপর আরও কয়েকজন গোডাউনে ঢুকে মালপত্র বের করতে শুরু করে। প্রায় ঘণ্টাখানেক পর সকলেই গোডাউন থেকে বেড়িয়ে যায়। গোডাউনে প্রায় ১০-১২ জন এসেছিল বলে অনুমান করেছেন তিনি।



ওই গোডাউনের মালিক মোহম্মদ দিলদার শেখ জানান,

ভোর সাড়ে চারটা নাগাদ ফোন মারফত ঘটনাটি জানতে পারি। প্রায় ১০-১২ জন রাতে গোডাউনে ঢোকে৷ নৈশপ্রহরীকে পিস্তল দেখিয়ে বেঁধে ফেলে৷ এরপর গোডাউন থেকে কাজের সমস্ত মাল পিকআপ ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ কী কী মাল নিয়ে গিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। দুষ্কৃতীরা এই ডাকাতির ছক আগে থেকেই কষেছিল বলে মনে হচ্ছে। বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানার অভিযোগ জানিয়েছি।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page