মহকুমাশাসকের গাড়ির সামনে গো-ব্যাক স্লোগান
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 24, 2024
- 1 min read
বামফ্রন্ট ছাত্র সংগঠন এসএফআইয়ের ৩৮তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক লেগে রয়েছে। বামফ্রন্টের তরফে অভিযোগ করা হয়, জেলা প্রশাসন সমাবেশের জন্য মাঠের অনুমতি দিচ্ছে না। অন্যদিকে, জেলা প্রশাসনের তরফে দাবি করা হয় বামফ্রন্টের তরফে কলেজ মাঠের আবেদন জানানো হয়েছিল, সেই মাঠে সভার অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে বামফ্রন্ট সেখানে সভা করতে অস্বীকার করে। এনিয়ে বিতর্কের মাঝেই সমাবেশ আয়োজিত হল মালদা শহরের পোস্ট অফিস মোড়ে রাস্তার ওপর।

আজ দুপুরে এসএফআইয়ের তরফে রথবাড়ি মোড় থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান বামফ্রন্টের দুই শীর্ষ স্তরের নেতা মোহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। পরে পোস্টঅফিস মোড়ে প্রকাশ্য সমাবেশ চলে। সমাবেশ চলাকালীন ওই রাস্তা দিয়ে সদর মহকুমাশাসকের গাড়ি আসতে থাকে। সেই সময় বামফ্রন্টের কর্মী সমর্থকরা গো-ব্যাক স্লোগান দিয়ে মহকুমাশাসকের গাড়ি ফিরিয়ে দেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments