৪ বিঘা পুকুর নিয়ে বিবাদ, রাতে উভয়পক্ষের সংঘর্ষ
পুকুর নিয়ে বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের চারজন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন একজন। এই ঘটনায় গাজোল থানায় ১২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, গ্রামের মধ্যে ৪ বিঘা পুকুর নিয়ে বিবাদ চলছিল মইনুদ্দিন সরকার ও নুরুল ইসলামের মধ্যে। উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে পুকুর দখল করার অভিযোগ জানায়। বুধবার ঘটনার তদন্ত করতে যায় বিএলএলআরও দফতরের কর্মীরা। এরপরই রাত্রিবেলা উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, নুরুল ইসলাম ও তার দলবল সেই সময় মইনুদ্দিনের লোকজনেদের মারধর করে। গুরুতর আহত হন মইনুদ্দিন সরকার ও আশরাফুল শেখ। দু'জনকেই গ্রামবাসীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর আশরাফুলকে ছেড়ে দেওয়া হয়। মইনুদ্দিন বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentáře