top of page

থানায় ঢুকতে হাত ধুয়ে আসতে হবে গাজোলে

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এগিয়ে এল গাজোল থানায় পুলিশ। সাবান দিয়ে হাত ধোয়ার পরেই থানায় প্রবেশ করা যাবে গাজোল থানায়। গাজোল থানায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।



করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সচেতনতার প্রচার করছে রাজ্য সরকার। বারবার হাত ধুতে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিল গাজোল থানার পুলিশ। এখন থেকে থানায় প্রবেশ করতে হলে সকলকে আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে করোনাভাইরাস নিয়ে আরও সচেতন করতে পুলিশকর্মীরা কী কী করণীয় তা জানাচ্ছেন। পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষরাও। বিশেষত গ্রাম থেকে আসা নাগরিকদের বক্তব্য, গ্রামে করোনাভাইরাসের নিয়ে শহরের মতো প্রচার নেই। পুলিশের এই উদ্যোগ গ্রামের মানুষদের আরও সচেতন করবে।



মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page