Search
খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু শিশুর, চিকিৎসাধীন ৫
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 20, 2022
- 1 min read
খাদ্যে বিষক্রিয়া হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলে। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। আক্রান্তরা সকলেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। শিশুর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ওই পরিবারের এক আত্মীয় আবদুল মোমিন জানান, কীভাবে খাদ্যে বিষক্রিয়া হল তা তাঁরা বুঝতে পারছেন না। অন্যান্য দিনের মতো গত পরশু আবদুল সাত্তার ও তাঁর পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। পরদিন সকাল ৯টা থেকে ডায়রিয়ার প্রকোপ শুরু হয় বাড়িতে। তড়িঘড়ি সকলে গাজোল গ্রামীণ হাসপাতালে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাহিলের। বাকিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আবদুল সাত্তার (৩৫), আকলিমা বিবি (২৮), শহিদান বেওয়া (৬২), নাহিব আনসারী (২) ও রাহানুর ইসলাম (৭)।
[ আরও খবরঃ তিরন্দাজিতে এশিয়া কাপে সোনা জিতলেন মালদার জুয়েল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments