top of page

গলা কাটল গৃহবধূর, চাঞ্চল্য গাজোলে

গৃহবধূর গলার কাটার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলে। গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটেছে গাজোলের রানীগঞ্জ-২ গ্রামপঞ্চায়েতের অলতর ভাঙাপাড়া গ্রামে।


ওই গৃহবধূর নাম সুনীতা যাদব (৩১)। সুনীতাদেবীর স্বামী মনোজ যাদব পেশায় কৃষক। মনোজবাবুর দাবি, গতকাল সন্ধেয় হঠাৎই নিজের গলা কেটে ফেলে সুনীতাদেবী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেন। রাতেই মালদা মেডিকেল কলেজ নিয়ে আসা হয় তাঁকে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুনীতা দেবী।



গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। আপাতত একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page