নয়া রেকে পালটে যাবে গৌড় এক্সপ্রেস, আশ্বাস দিলেন পূর্ব রেলের জিএম
top of page

নয়া রেকে পালটে যাবে গৌড় এক্সপ্রেস, আশ্বাস দিলেন পূর্ব রেলের জিএম

গৌড় এক্সপ্রেসে ভাঙা দরজা, আরশোলা-ইঁদুরের উৎপাত

বৃহস্পতিবার মালদায় রেলস্টেশন পরিদর্শনে এসে মালদা টাউন স্টেশনে নতুন ফুট ওভার ব্রিজের ও রেলওয়ে পার্কের উদ্বোধন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা। মালদা টাউন স্টেশনে যাত্রী পরিসেবা নিয়ে অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। রেল কলোনির বাসিন্দাদের দীর্ঘদিনের পরিস্রুত পানীয় জলের দাবিটিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন সুনীতবাবু। পাশাপাশি মালদা থেকে কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ ট্রেন গৌড় এক্সপ্রেসে ভাঙা দরজা, আরশোলা-ইঁদুরের উৎপাত, বৃষ্টিতে কোচের ভিতরে জল পড়া ইত্যাদিতে কোচের বেহাল দশা প্রসঙ্গে অমিতবাবু বলেন, নতুন রেক আসছে তখন সেগুলি পালটে দেওয়া হবে।



একই পার্ক বারবার সংস্কার করা হচ্ছে: নরেন্দ্রনাথ তেওয়ারি

জেনারেল ম্যানেজারের মালদা আগমন নিয়ে ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই রেল পার্ক সংস্কারের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন রেলের আমলারা। একই পার্ক বারবার সংস্কার করা হচ্ছে। কাদের স্বার্থে এটা হচ্ছে? জিএম এবং ডিআরএমের কাজ এটা নয়। তাদের উচিত যাত্রী পরিসেবার বিষয়টি দেখা। তা না করে রঙ, ফুলগাছ লাগানো এই সব করে বেড়াচ্ছে। সরকারি টাকা লুটপাট বন্ধ না হলে তিনি আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page