আবর্জনায় বিস্ফোরণ, মৃত এক শিশু
আবর্জনার মধ্যে পড়ে থাকা ইলেকট্রনিক গ্যাজেট থেকে বিস্ফোরণে মৃত্যু হল তিন বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার রাজনগর গ্রামের ঘোষপাড়ায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত শিশুর নাম সুরজ মণ্ডল (৩)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সুরজ মায়ের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সন্ধের সময় বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই দাদুর বাড়িতে ঢুকে পড়ে সুরজ। কিছুক্ষণ পর সেখান থেকে বাড়ি আসার সময় রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কিছু একটা ছিটকে এসে সুরজের গলায় লাগে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। রাতে সেখানেই মারা যায় সুরজ। স্থানীয়দের একাংশের অনুমান, হয়তো ওই আবর্জনায় কোনও মোবাইল ফোন পড়েছিল। বিড়ি কিংবা সিগারেট থেকে ওই আবর্জনায় আগুন ধরে যায়। তা থেকেই মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ হয়।
সুরজের মা জানান, বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। ঘর থেকে বেড়িয়ে দেখি, ছোটো ছেলের সারা শরীরে রক্ত। স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ছেলেকে বাঁচানো যায়নি।
[ আরও খবরঃ কাঞ্চনটারে গড়ে উঠবে পুরসভার ডাম্পিং গ্রাউন্ড ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentaris