আবর্জনায় বন্ধ হাইড্রেন, উচ্ছেদ অভিযানে পুরসভা
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাইড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার পুরসভা। গত পরশুদিনই জবরদখল তুলে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। আজ নিজে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান চালান তিনি।
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় ড্রেনের উপর জবরদখল করে হোটেল এবং বিভিন্ন দোকান তৈরি হয়েছিল। তাদের ফেলা আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে গিয়েছে। নিকাশি নালা বন্ধ হওয়ায় অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ছিল মালদা মেডিকেল কলেজ সহ পাশাপাশি এলাকা। এর আগে ওই দোকানদারদের দোকান তুলে নিতে বললেও কেউ দোকান তোলেনি। আজ ওই দোকান সরিয়ে নিকাশি নালা মুক্ত করা হয়েছে।
[ আগের খবরঃ নিকাশি নালায় প্লাস্টিক! কঠোর পদক্ষেপের দিকে চেয়ারম্যান ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários