top of page

জেলেদের জালে বিশাল আকৃতির গাঙ্গেয় ডলফিন

গাঙ্গেয় ডলফিন বা শুশুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচক ব্লকের তিওরপাড়া পরানপুর ঘাট এলাকায়। নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবীরা। উদ্ধার হওয়া শুশুক দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন।


স্থানীয় সূত্রে জানা গেছে, কালিন্দ্রী নদীতে মাছ ধরতে জাল ফেলা হয়। সেই জালের মধ্যে আটকে যায় বিশালাকৃতির এই গাঙ্গেয় ডলফিনটি। সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসে। সেই খবর চাউর হতেই কৌতূহলী জনতা নদী তীরে ভিড় জমান। মৎস্যজীবীরা ওই ডলফিনকে জল থেকে তুলে দেখেন ওই ডলফিনের মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ওই ডলফিনের মৃতদেহ উদ্ধার করে নিজেদের হেপাজতে নেন।বন দফতরের আধিকারিক প্রদীপ গোস্বামী জানান, এটি একটি গাঙ্গেয় ডলফিন। এই ডলফিন বিলুপ্তপ্রায়। খবর পাওয়া মাত্রই ছুটে এসে মৃতদেহটি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী যা প্রক্রিয়া রয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page