বাড়ির উঠোন থেকে যুবতিকে তুলে নিয়ে গণধর্ষণ
বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীকে গণধর্ষণ। এই ঘটনায় অভিযুক্ত নঘড়িয়া গ্রামের চার যুবক। ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর পরিবারের লোকজন। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজবাজার থানা ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নঘড়িয়া গ্রামে।
অভিযোগ, গত মঙ্গলবার রাতে বাড়ির উঠোন থেকেই যুবতিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবারের লোকজন অভিযোগ করেছেন এলাকার চার যুবক রনি শেখ, বাবর আলি, রাকিবউদ্দিন মিয়াঁ ও মিন্টু নাদাবের বিরুদ্ধে। বাড়ির পাশে বাগানে নিয়ে গিয়ে ওই যুবতিকে গণধর্ষণ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে অভিযুক্তরা। যুবতির চিৎকারের গ্রামের মানুষজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি জানতে পেরেই ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে রনি শেখ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রতীকী ছবি।
Comentarios