top of page

হবিবপুরে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গান্ধী সংকল্প যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকালে হবিবপুর থানার মধ্যম কেন্দুয়া থেকে এই সংকল্প যাত্রা শুরু হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কেন্দুয়া থেকে এই যাত্রা পাকুয়া এলাকায় গিয়ে শেষ হবে। এদিনের এই সংকল্প যাত্রায় পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু সহ জেলা বিজেপির অন্যান্য নেতানেত্রীরা। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই যাত্রা জেলায় চলবে বলে জানান সাংসদ।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page