top of page

হরিশ্চন্দ্রপুরে বিজেপির গান্ধি সংকল্প যাত্রা

Updated: Aug 12, 2020

মহাত্মা গান্ধির ১৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরে আয়োজিত হল গান্ধি সংকল্প যাত্রা। এদিন হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চল থেকে মহেশপুর পর্যন্ত পদযাত্রায় পা মেলান উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, কলিগ্রাম অঞ্চলের বিজেপি সমর্থক সুভাষকৃষ্ণ গোস্বামী সহ স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা। দলীয় কর্মীসমর্থকদের নিয়ে পদযাত্রার পাশাপাশি পথসভাও করা হয় বিজেপির পক্ষ থেকে। পথসভাতে বিজেপির গান্ধি সংকল্প যাত্রার উদ্দেশ্যে জনসাধারণের সামনে তুলে ধরেন সাংসদ খগেন মুর্মু।


ree

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page