রাতভর চলল বড়ো তামাসা, উৎসবে মাতল সাধারণ মানুষ
মালদার গম্ভীরার নাম রয়েছে দেশ জুড়ে। সারা বৈশাখ মাস জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে গম্ভীরা উৎসব আয়োজিত হয়ে থাকে। পুরাতন মালদায় এই গম্ভীরা শুধু লোক সংস্কৃতি নয়। প্রতিটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই গম্ভীরার সঙ্গে। গতকাল সারা রাত ধরে পুরাতন মালদায় গম্ভীরা উৎসব চলে। বিগত কয়েক বছরের মতো পুরাতন মালদা পুরসভার তরফে এই উৎসবের আয়োজন করা হয়। স্থানীয়দের কাছে এই উৎসব বড়ো তামাশা নামে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বড়ো তামাশা বাৎসরিক গম্ভীরা উৎসবের শেষ অনুষ্ঠান৷ বৈশাখ মাসের শেষ সন্ধেয় গম্ভীরা শিল্পীরা নানা রংয়ে সং সাজেন৷ অভিনয় এবং বাচনে উঠে আসে পৌরাণিক থেকে বর্তমান, সামাজিক কিংবা রাজনীতির প্রসঙ্গ৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠতে থাকে গম্ভীরার আসর।

পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, মালদার নামের সঙ্গে আম আর গম্ভীরার নাম জড়িয়ে রয়েছে। এই জেলায় গম্ভীরার পীঠস্থান পুরাতন মালদা৷ এই এলাকার মানুষের মধ্যেও এই উৎসব নিয়ে অসম্ভব উন্মাদনা রয়েছে৷ তাই বৈশাখ মাস জুড়ে এই উৎসব পালন করা হয়। শিল্পীরা গম্ভীরার মাধ্যমে বর্তমান সমাজের পরিস্থিতি, রাজনীতি ভিন্ন চালচিত্র তুলে ধরেন৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận