top of page

উৎকর্ষ বাংলায় গম্ভীরা গানের প্রতিযোগিতা

Updated: Aug 14, 2020

বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মোপযোগী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শুরু হয়েছে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ, মালদা জেলা পরিষদের সভাকক্ষে জেলার বিখ্যাত চারটি গম্ভীরা দলের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইপর্ব শুরু হয়। বাছাই করা দলটি গম্ভীরা গানের মাধ্যমে জেলার শহর ও গ্রামাঞ্চলে বেকার যুবক-যুবতীদের ‘উৎকর্ষ বাংলা’ সম্বন্ধে সচেতন করবে।


মঙ্গলবার মালদা জেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক অরুণ চট্টোপাধ্যায়, অরুণকুমার রায়, মহকুমাশাসক পার্থ চক্রবর্তী, গ্রাম উন্নয়ন আধিকারিক জ্যোতি ঘোষ, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক শাশ্বতী সাহা সহ অন্যান্য আধিকারিক ও শিল্পীরা। অতিরিক্ত জেলা শাসক অর্ণব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প চালু করা হয়েছে। ১৮ থেকে ২১ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কর্মোপযোগী হতে পারবে। আজ মালদা জেলা পরিষদে জেলার বিখ্যাত বিখ্যাত চারটি গম্ভীরা (#Gambhira) দলের মধ্যে একটি প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় যে দল ভালো প্রদর্শন করতে পারবে তাদের দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে গম্ভীরা গানের মাধ্যমে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প নিয়ে বেকার যুবক-যুবতীদের আকর্ষণ করা হবে।


প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page