top of page

গম্ভীরা শিল্পীদের প্রশিক্ষণ দিতে কর্মশালা

মালদার গম্ভীরা শিল্প উন্নতকরণে রাজ্য সরকারের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হল পুরাতন মালদায়। যদিও এই কর্মশালা গত ১৫ মে থেকে মালদা জেলার বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে গম্ভীরা শিল্পের সঙ্গে মুখা গান, পালা, অভিনয়ের বিষয়ে বিশেষভাবে পারদর্শী করার ক্ষেত্রে শিল্পীদের নানান পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে পুরাতন মালদা থানার সাহাপুর গ্রামপঞ্চায়েতের পাবনা পাড়া বাউল মাঠের কমিউনিটি হলে গম্ভীরা শিল্পের ওপর জেলার শিল্পীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ৪ জুন পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কর্তারা।


গম্ভীরা শিল্প কর্মশালার কোঅরডিনেটর অয়ন কুমার জানিয়েছেন,

ইতিমধ্যে জেলার ১২টি জায়গায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরও ১০টি জায়গায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে গম্ভীরা শিল্পীদের নিয়ে গান, পালা অভিনয়ের ওপর নানান প্রশিক্ষণের বিষয়গুলির শেখানো হচ্ছে। এছাড়াও আধুনিক যুগে গম্ভীরা গানের সময় টেকনিক্যাল বিষয়গুলি কিভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন, সে ব্যাপারেও শিল্পীদের বিশেষভাবে উৎসাহ, পরামর্শ দেওয়া হচ্ছে। গম্ভীরা শিল্পের ক্ষেত্রে মাইক্রোফোনের ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রেও কিভাবে শিল্পীরা মাইক্রোফোনের মাধ্যমে নিজেদের অভিনয় প্রদর্শনী করবেন সে ব্যাপারেও এই কর্মশালার মাধ্যমে দেখানো হচ্ছে।

গম্ভীরা কর্মশালার আয়োজন অয়ন কুমার আরও জানিয়েছেন, সময়ের সাথে নতুন প্রজন্মদের মনোভাব বদলাচ্ছে। কিন্তু নতুন প্রজন্মকে গম্ভীরা শিল্পের দিকে মনোনীত করার ক্ষেত্রে এই ধরনের কর্মশালার প্রয়োজন রয়েছে বলেই মনে করছি আমরা। তাই জেলা জুড়ে এই কর্মশালার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে হরিশ্চন্দ্রপুর, গাজোল, কালিয়াচক, ইংরেজবাজার সহ বিভিন্ন ব্লক থেকে শিল্পীরা আসছেন এবং নিজেদের প্রদর্শন তুলে ধরছেন।



ইংরেজবাজার শহরের কুতুবপুর এলাকার এক গম্ভীরা সংস্থার শিল্পীদের বক্তব্য, রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে গম্ভীরা শিল্পের ওপর যে কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই কর্মশালা যদি মাঝেমধ্যে আয়োজন করা হয়ে থাকে, তাহলে মালদার প্রাচীন ঐতিহ্য মুখা নাচ, গম্ভীরা শিল্পে আরও উন্নতি হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page