বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মালদার গম্ভীরা শিল্পীরা
top of page

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মালদার গম্ভীরা শিল্পীরা

বানভাসি মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছেন মালদার গম্ভীরা শিল্পীরা৷ রীতিমতো সেজেগুজে মালদা ও পুরাতন মালদা শহরের একাধিক জায়গায় ঘুরে ঘুরে তাঁরা দুর্গত মানুষের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছেন৷ তাঁদের মাধ্যমে পাশে এসে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনিক কর্মীরাও৷ তাঁরাও যথাসাধ্য অর্থ সাহায্য করছেন৷


বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মালদার গম্ভীরা শিল্পীরা

গম্ভীরা শিল্পীদের পক্ষে অশোক চক্রবর্তী বলেন, মালদা জেলায় এবার ভয়াবহ বন্যা হয়েছে৷ কয়েক লক্ষ মানুষ বন্যা কবলিত৷ অনেকের ঘরবাড়ি ভেসে গিয়েছে৷তলিয়ে গিয়েছে কৃষিজমি, ফসল৷এসব দুর্গত মানুষের পাশে দাঁড়াতে জেলার লোকশিল্পীরা একজোট হয়েছেন৷বুধবার থেকে তাঁরা পুরাতন মালদা ও ইংরেজবাজার এলাকায় ঘুরে ঘুরে বানভাসিদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করছেন৷সংগৃহীত অর্থ জেলাশাসকের মাধ্যমে তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠাবেন৷এদিনই তাঁদের এই কর্মসূচি শেষ হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page